ছিনতাই করতে এসে জনতার ভয়ে চম্পট দুষ্কৃতীদের, ঘটনাস্থলে পড়ে আগ্নেয়াস্ত্র
Criminals fearing the mob when they come to rob

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : কড়িধ্যায় উদ্ধার আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও দুটি কার্তুজ। ঘটনাটি ঘটেছে জোড়াকালি তলা এলাকায়। গতকাল রাতে সুশান্ত সেন নামে এক মধ্য বয়স্ক ব্যক্তি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকার রাস্তায় তিন যুবক একটি স্কুটি নিয়ে বসেছিল। সুশান্ত সেনকে দেখেই তারা তার উপর চড়াও হয়ে তার থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় ওই তিন যুবকের সঙ্গে ধস্তাধস্তি হয় মধ্যবয়স্ক ওই ব্যক্তির।
এরপরই যখন সুশান্ত সেন চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তখন আশেপাশের লোকজন উকি মারতেই ওই তিন দুষ্কৃতী তাকে ছেড়ে পালিয়ে যান। এরপর দেখা যায় ওই জায়গাতেই পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও দুটি কার্তুজ। ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং ওই ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছেন। আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে স্পষ্ট।
তবে ওই গ্রামের মহিলারা এরকম ঘটনা কখনো ঘটেনি বলে জানান তবে এরকম ঘটনায় কিন্তু আপনি আতঙ্কের পাশাপাশি নিরাপত্তাহিনে ভুগছে বলে জানাচ্ছেন তার পাশাপাশি উদ্ধার হওয়া ঘটনার স্থল থেকে দুরাউন গুলি সহ আগ্নেয় অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার কে ঘিরে অনেকটাই আতঙ্কিত গ্রামের মানুষ।