পাথরপ্রতিমার ব্লক সম্পাদকের উপর দুষ্কৃতী হামলা, চাঞ্চল্য এলাকায়
Criminal attack on Patharpratima Block Editor, Chanchalya area

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী : পাথর প্রতিমার ব্লক সম্পাদকের উপরে দুষ্কৃতী হামলা। গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে হাসপাতালে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথর প্রতিমা ব্লকের শাসকদলের সম্পাদক দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল সভাপতি মহিম মোল্লা সমবায় সমিতিতে একটি দলীয় মিটিং করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ টয়লেটে যাবার জন্য বাইরে বেরোন। তখন এক অপরিচিত দুষ্কৃতী তার ওপরে ছুরি নিয়ে আঘাত করতে। এরপর ওই শাসকদলের সম্পাদকের চিৎকার চেচামেচিতে যখন লোকজন দৌড়ে আসে তখন ওই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায়।
তবে কয়েক শতাধিক মানুষ তার পেছনে ধাওয়া করে এবং অপর গ্রামে গিয়ে ধরে ফেলে ওই দুষ্কৃতিকে। এরপর ওই দুষ্কৃতিকে এলাকাবাসীরা সবাই মিলে ঢোলাহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় মহিম মোল্লাকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। বর্তমানে ওই ব্যক্তি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে, আটক দুষ্কৃতির নাম মইরুদ্দিন হালদার বলে। মনিরুদ্দিন হালদারের বাড়ি উত্তরাবাদ এলাকায় বলে পুলিশ সূত্রে খবর।