রাজ্যের খবর

ঠিক যেন সিনেমার বান্টি-বাবলি, নন্দীগ্রামে দম্পতির ‘কীর্তিতে’ মাথায় হাত একাধিক গ্রামবাসীর

Couple on the run with crores of rupees

The Truth of Bengal: নানা লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে পলাতক স্বামী-স্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ডু গ্রামের ঘটনা। গ্রামের যুবক সুমন দাস ও তাঁর স্ত্রী পূর্ণিমা দাসের বিরুদ্ধে অভিযোগ। গ্রামের একাধিকজনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিতদের ভিড় বড়ছে ওই যুবকের বাড়িতে।

ঠিক যেন সিনেমার বান্টি-বাবলি। স্বামী-স্ত্রী মিলিত ভাবে চালাত প্রতারণাচক্র। গারমের সাধারণ মানুষের কাছে থেকে প্রায় কোটি আত্মসাৎ করে ফেরার ওই দম্পতি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ডু গ্রামের ঘটনা। গ্রামের যুবক সুমন দাস ও তাঁর স্ত্রী  পূর্ণিমা দাসের বিরুদ্ধে অভিযোগ। ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ, এলাকার বিভিন্ন জনের কাছ থেকে তাঁরা নানা উপায়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে। কারও থেকে ধার হিসেবে নিয়েছে। কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, আবার কাউকে চড়া সুদ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকারও বেশি আত্মসাৎ করে এখন বাড়ি ছেড়ে পলাতক স্বামী-স্ত্রী দু’জনেই। বারবার টাকা চেয়ে না মেলায় বাধ্য হয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের পাওনাদারদের। অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ এলাকার মহিলাদের। দেবযানী দাস নামে এক বৃদ্ধা আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, তার নাতিকে চাকরি দেবে বলে প্রায় ৬ লাখ টাকা নিয়েছে সুমন দাস। চাকরি তো হয়নি। এখন টাকা নিয়ে পালিয়ে গিয়েছে।

নানা প্রলোভন দেখিয়ে আরও অনেকের কাছে থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক দম্পতি। সবাই এখন নিয়িমিত সুমনের বাড়িতে যাচ্ছেন টাকা ফেরত পাওয়ার আশায়। যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সেই সুমন দাসের মাকে পাওনাদারদের মুখোমুখি হতে হচ্ছে। ছেলের কৃতকর্মে এখন তিনি সমস্যায় পড়েছে। তাঁকে নানা কুকথা শুনতে হচ্ছে। বেশ কয়েকদিন হল ফেরার সুমন দাস। এদিকে তাঁর বাড়িতে প্রতিদিন হাজির হচ্ছেন পাওনাদাররা। বিশ্বাস করে যারা টাকা দিয়েছিলেন, তাঁরা টাকা ফেরত পাবেন কিনা নিশ্চিত নন। প্রতারক সুমন দাসের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা।

Related Articles