রাজ্যের খবর

উজ্জ্বলা যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রতারণার শিকার উপভোক্তারা

Corruption in Ujjwala Yojana project

The Truth of Bengal: প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা প্রকল্পে এবার দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুলছেন উপভোক্তারা । তাঁদের অভিযোগ উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থাকা সত্তেও মিলছে না গ্যাস সিলিন্ডার, শুধু তাই নয় দাবি করা হচ্ছে টাকারও। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কোথায় যাচ্ছে তা নিয়েও সন্দিহান উপভক্তরা।

তবে কী উজ্জ্বলা যোজনার পেছনে রয়েছে বড়সড় দুর্নীতি? কোনো গ্রামাঞ্চল নয় এমনই অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে। উপভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য। গ্যাসের কানেকশন হলেও মিলছেনা গ্যাস পাশাপাশি গ্যাসের কানেকশন দিতে নেওয়া হচ্ছে টাকা। রাজেশ বিশ্বাস ও ধিরাজ রায় নামে দুই ডিলারের বিরুদ্ধে অভিযোগ আনলেন উপভোক্তরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা’ চালু করেছিলেন। কথা ছিল, উজ্জ্বলা প্রকল্পের অধীনে কেন্দ্রের সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ  দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ মোদী সরকার। এই অভিযোগ আনছেন বিভিন্ন জেলার উজ্জ্বলা যোজনার উপভোক্তরা। এই তালিকায় শুধু উত্তর দিনাজপুর নয় রয়েছে মালদা থেকে শুরু করে বোলপুরের নামও। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Related Articles