বাসন্তীতে লাগাতার টোটো চুরি, রহস্যের পর্দাফাঁস পুলিশের, গ্রেফতার ৮
Constant theft of toto in Basanti, the secret of the police, 8 arrested

The Truth Of Bengal : ক্যানিং : জাহেদ মিস্ত্রী : বাসন্তী থানার বিভিন্ন এলাকায় টোটো চুরির অভিযোগে ৮ জনের টোটো চোরের দলকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। শুধু তাই নয় এর পাশাপাশি চুরি হওয়া ৪ টি টোটো উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ।
গতকাল রাতে বাসন্তী থানার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাসন্তী থানার পুলিশআট জনের টোটো গাড়ি চোরের দলকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে বাসন্তীর বিভিন্ন এলাকায় টোটো চুরির অভিযোগ আসছিল। সেই সমস্ত ঘটনার তদন্ত করতে গিয়ে গতকাল আট জনের একটি টোটো গাড়ি চুরির দলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ আলিপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কোর্টে আবেদন জানিয়েছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বাসন্তী থানার পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও কিছু গাড়ি উদ্ধার করা যাবে। এছাড়াও এই ঘটনার সাথে আরো কারা কারা যুক্ত আছে তা সম্পর্কে জানা যাবে।