“শিক্ষক সমাজকে অভিনন্দন!”-এসএসসি সংক্রান্ত শীর্ষ আদালতের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর

The Truth Of Bengal: সুপ্রিমকোর্ট এসএসসি সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।cহাইকোর্ট ২০০৬সালের প্যানেল বাতিল করায় ২৬cহাজার শিক্ষকের চাকরিহারা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু মঙ্গলবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ভিডিসন বেঞ্চ সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত ২৬হাজার শিক্ষকও শিক্ষা সংক্রান্ত কর্মীদের চাকরি বহাল থাকছে।
তাঁদের চাকরি যাচ্ছে না। এমনকি তাঁদের সুদ সহ বেতন ফেরতও দিতে হবে না। এই এসএসসি সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্টের নয়া নির্দেশে তিনি খুব খুশি, মানসিকসভাবে তৃপ্ত। সুপ্রিম কোর্টকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও জানিয়েছেন, “শীর্ষ আদালতে ন্যায় প্রাপ্তির পর শিক্ষক সমাজকে অভিনন্দন জানাই।”
মুখ্যমন্ত্রী বরাবরই জানিয়েছেন, শিক্ষকদের চাকরি বাতিলের সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। বিজেপি –সিপিএমের ষড়যন্ত্রের জন্যই শিক্ষায় এই বেনজির অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষকদের যাতে চাকরি না যায়,সেজন্য পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রশাসনিক প্রধান।তাই সুপ্রিমকোর্টে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ রাজ্যের অবস্থানকে কিছুটা জোরালো করল বলে এসএসসি কর্তৃপক্ষ মনে করছে। এখন ১৬জুলাই পরবর্তী শুনানিতে রাজ্য সরকার আইনি লড়াই জোরদার করতে চায় বলেও স্পষ্ট করেছে।