রাজ্যের খবর

বিষ্ণুপুরে অনুষ্ঠিত “মল্লগড়ে বাহারী বসন্ত” উৎসবে সামিল হতে ভিড় সাধারন মানুষের

Common people throng to participate in the "Mallagade Bahari Basant" festival held in Bishnupur

The Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় মুখার্জির আয়োজনে পৌরসভার ভগৎ সিং মোড়ে অনুষ্ঠিত হল “মল্লগড়ে বাহারী বসন্ত” অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলে একাধিক সংস্কৃতি অনুষ্ঠান, ভিড় জমায় এলাকার হাজার হাজার মানুষজন।

সূত্রের খবর, বিষ্ণুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় মুখার্জির আয়োজনে পৌরসভার ভগৎ সিং মোড়ে অনুষ্ঠিত হল “মল্লগড়ে বাহারী বসন্ত” অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই এলাকায় রবি ঠাকুরের গানে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় সাধারণ মানুষের সাথে পা মেলান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল, স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ, চেয়ারম্যান কাউন্সিলরা।

[ আরও পড়ুন ঃ

রেক পয়েন্টে ত্রুটির কারনে হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্য যাত্রীরা

রেক পয়েন্টে ত্রুটির কারনে হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্য যাত্রীরা

শোভাযাত্রায় বেরিয়ে ভোট প্রচারও করে নেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল। শোভাযাত্রা শেষে মূল মঞ্চে এসে বিধায়ক চেয়ারম্যান তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল ও কাউন্সিলররা একে অপরের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। এরপরেই উপস্থিত অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর গভীর রাত পর্যন্ত চলে একাধিক সংস্কৃতি অনুষ্ঠান ভিড় জমায় এলাকার হাজার হাজার মানুষজন।

Related Articles