রাজ্যের খবর
Trending

আধার কার্ড বাতিলের ফলে দুর্ভোগের মুখে সাধারণ মানুষ

Common people are suffering due to cancellation of Aadhaar card

The Truth Of Bengal: আধার কার্ড বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর কাঁকসার ১১মাইলের বাসিন্দা আশা বিশ্বাস। গত দুদিন আগে তার কাছে পোস্ট অফিসের মাধ্যমে তার আধার কার্ড বাতিলের চিঠি আসে।আশা বিশ্বাস বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া।

আধার কার্ড বাতিল হওয়ায় তার রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে জানিয়েছেন তিনি। হঠাৎ করে আধার কার্ড বাতিল হওয়ায় এবং কলেজে রেজিস্ট্রেশন না করতে পারায় তার পরীক্ষায় বসা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সোমবার তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। তিনি ওই ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাবাস্যুম খাতুন জানিয়েছেন এই বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১ মাইল এলাকায় প্রায় ১১ জনের আধার কার্ড বাতিল হওয়ার খবর এসেছে। তবে ওই ছাত্রী যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য কাঁকসার ভিডিওর সাথে কথা বলে প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

অপরদিকে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কেন্দ্র সরকার চিরকাল রাজ্যের প্রতি বঞ্চনা করে আসছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের হ্যারাসমেন্ট করার পর এবার রাজ্যের মানুষকে সমস্যায় ফেলতে আধার কার্ড বাতিল করা শুরু করেছে যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে। তার অভিযোগ বিগত দিনে মতয়ারা একটা অংশ বিজেপিকে সমর্থন করার পর বর্তমানে যখন তারা বিজেপির বিরোধিতায় নেমেছে ঠিক তখনই বেশিরভাগ ওই সম্প্রদায়ের মানুষদের বাড়িতে আধার কার্ড বাত বাতিলের চিঠি পাঠাচ্ছে। এই আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল এবং সেই আশঙ্কা সত্যি হলো।

আশা বিশ্বাস নামের যে ছাত্রীর আধার কার্ড বাতিল হয়েছে তার আধার কার্ড বাতিল হওয়ার কারণে তার মোবাইলে ওটিপি না আসার কারণে তার ফর্ম ফিলাপ করা সম্ভব হয়ে উঠছে না। যার কারণে ভবিষ্যতে সে পরীক্ষায় বসতে পারবে কিনা সেই নিয়ে গোটা পরিবার চিন্তায় পড়েছে। তার আশঙ্কা কেন্দ্র সরকার আগামী দিনে আরও বেশি সংখ্যায় এই ধরনের হ্যারেজমেন্ট মানুষকে করতে থাকবে। তবে তার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত রয়েছে।

FREE ACCESS

Related Articles