জলপাইগুড়িতে কনটেইনার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, তদন্তে পুলিশ
Collision between container and van in Jalpaiguri, police investigating

The Truth Of Bengal : জলপাইগুড়ি : এক ভয়াবহ পথ দুর্ঘটনা। কনটেইনার ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকার জাতীয় সড়কে। এই ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মাল বোঝাই একটি পিকআপ ভ্যান জাতীয় সড়কে নিজের পথে না গিয়ে উল্টো দিকের ওয়ান ওয়েতে দ্রুতগতিতে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানের। পিকআপ ভ্যানের চালক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার মাথায় ও পায়ে আঘাত লেগেছে বলে জানে গিয়েছে। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কনটেনারের সামনের অংশও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডও। দুর্ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।