ডিসেম্বরে সেট পরীক্ষা, সুরক্ষা নিশ্ছিদ্র করতে প্রযুক্তিতেই ভরসা কলেজ সার্ভিস কমিশনের
College Service Commission relies on technology to make exams set in December, security flawless

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন ২৬তম স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা নেবে আগামী ১৫ ডিসেম্বর। সেট পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ‘https://www.wbcsconline.in/’ মারফত অনলাইনে আবেদন করা যাবে। ডিসেম্বরে পরীক্ষা হলেও এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। বেনিয়মের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত ইউজিসি-নেটের জুনের পরীক্ষা বাতিল হয়েছে। তাই কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কলেজ সার্ভিস কমিশন। সেট পরীক্ষার সুরক্ষা নিশ্ছিদ্র করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে কমিশন। যাতে পরীক্ষায় কোনো রকম কারচুপি হলেই তা সহজে ধরা যায়। এমনই জানিয়েছেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর।
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বার সেট পরীক্ষা হয়েছে। গত এক দশকে সেট পরীক্ষায় পাশ করেছেন ২৭,৫০৪জন। এবছর ৩৩টি বিষয় সেট পরীক্ষা হবে। কলেজ সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী, সেট পরীক্ষায় বসতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম ৫৫% ডিগ্রি নম্বর থাকতে হবে। ওবিসি, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যক।
স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদনের যোগ্য। তবে সেক্ষেত্রে সেট পরীক্ষার ২ বছরের মধ্যে স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল প্রকাশ হতে হবে। পিএইচডি ডিগ্রিরাও আবেদনের যোগ্য তবে তাঁদের স্নাতকোত্তর স্তরের ডিগ্রি ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে পেতে হবে। স্নাতকোত্তর স্তরের বিষয়ই সেট পরীক্ষার বিষয় হিসাবে বেছে নিতে হবে। যদি বিষয় তালিকাভুক্ত না হয় তবে পরীক্ষার্থীদের ইউজিসি নেট/সিএসআইআর-ইউজিসি পরীক্ষায় বসতে হবে।
সেট পরীক্ষায় বসতে হলে জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ১৩০০ টাকা, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৬৫০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের ৩২৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং মারফত।
পেমেন্ট স্ট্যাটাস কনফার্ম না হলে লেনদেন বাতিল হবে। টাকা রিফান্ড করা হবে। ৩১ আগস্ট পর্যন্তই অনলাইনে আবেদন ও আবেদনমূল্য ওয়েবসাইট মারফত জমা দেওয়া যাবে। ১৫ ডিসেম্বর ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের পূর্ণ মান ১০০। ৫০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। এক ঘণ্টার পরীক্ষা। জেনারেল টিচিং ও রিসার্চের গভীরতা যাচাই করা হবে। সাধারণ জ্ঞান ও চিন্তাধারার ওপর প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে বিষয়ভিত্তিক ১০০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। ২ ঘণ্টার পরীক্ষা হবে।