শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে উল্টে গেল কয়লা বোঝাই ট্রেলার, অল্পের জন্য রক্ষা পেল চালক
Coal loaded trailer overturns on Siliguri-Jalpaiguri National Highway, driver narrowly escapes

Truth Of Bengal: সোমবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা বোঝাই কয়লা বোঝাই ট্রেলার। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ট্রেলার চালক। জানা গিয়েছে এদিন রাজস্থান থেকে কয়লা বোঝাই একটি ট্রেলার ভুটানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পায় চালক। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে।
এই ঘটনা খবর পেয়ে ঘটনা পেলে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি ট্রাফিক গার্ড। এই ঘটনায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের উপর দিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তীতে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। যদিও স্থানীয়রা জানিয়েছে বেহাল রাস্তার কারণে বারংবার দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে প্রশাসন গুরুত্ব সহকারে বিষয়টি দেখুক। তবে কি কারনে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি ট্রাফিক গার্ড।