রাজ্যের খবর

মালদায় দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন, চাঞ্চল্য এলাকায়

Class 12 student shot dead in Malda, sensational incident in the area

Truth Of Bengal: মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার সেকেন্দারপুরে ঘটে গেল রক্তাক্ত ঘটনা। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন এক রাত পাহারাদার, গুরুতর জখম আরও দুইজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছিল। বহুবার পুলিশকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে এলাকার যুবকেরা নিজেরাই রাত পাহারার দায়িত্ব নেয়।

মঙ্গলবার গভীর রাতে, আনুমানিক ১টা নাগাদ, রাত পাহারার সময় এক দুষ্কৃতীদলের উপস্থিতি টের পান যুবকেরা। তাদের প্রশ্ন করতেই আচমকা শুরু হয় হামলা। ধারালো অস্ত্রের আঘাতে শিবু মন্ডল (২৭) গুরুতর জখম হন এবং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত সূর্য মন্ডল (১৫) মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর চিৎকারে ছুটে আসে গ্রামবাসীরা, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও, তাঁদের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীরা মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছে।

 

Related Articles