রাজ্যের খবর

সিভিকের দাদাগিরি! ভাইরাল ভিডিও

Civic's grandstanding! Viral video

Truth Of Bengal: সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। দাবি মত টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হতেই ভাইরাল ভিডিও। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডান্গী এলাকায় আসছিলেন তারা।

এরপর হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান ওই সিভিক ভলেন্টিয়াররা। এরপর ১০০০ টাকার দাবি  করেন লরি চালকের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ারকে ওই চালক ৫০০ টাকা দিতে রাজি হয়েছিলেন।

এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় ঐ তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হবে পুরও বিষয়টি ও এরপর উচিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব চিত্র

Related Articles