সুন্দরবনের পর্যটনে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর, হাউস বোট চালানোর পরিকল্পনা নবান্নের
Chief Minister's special focus on Sundarbans tourism, Navanna's plan to run a house boat

The Truth Of Bengal : সুন্দরবনের পর্যটন নিয়ে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। কেরালার ধাঁচে সুন্দরবনের পর্যটন কে সাজানোর নির্দেশ। কেরালায় যেমন হাউস বোট ব্যবহার করা হয়, সুন্দরবন এ তেমন কিছু করা যায় নাকি তা নিয়ে পর্যটন দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।এতে রাজ্যের আয় বাড়বে যেমন,পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণ বাড়বে সুন্দরবনের।এর জন্য প্রয়োজনীয় রোড ম্যাপ তৈরির নির্দেশ রাজ্যের পর্যটন দপ্তরকে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলেই নবান্ন সূত্রে খবর।
২০১১ সালের পর থেকে বাংলার পর্যটনের উপর বাড়তি গুরুত্ব দিয়েছেন মমতার সরকার। ঢেলে সাজানো হয়েছে একাধিক পর্যটন কেন্দ্রকে। পর্যটকদের সুবিধার্থে সরকারি গেস্ট হাউস ও বাংলো গুলি পেয়েছে নতুন রূপ। পর্যটকদের অন্যতম ঠিকানা সুন্দরবন সেই সুন্দরবনে পর্যটকদের আকর্ষণ বাড়াতে আগেই একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্যটন দপ্তর ও বনবিভাগ। এবার কেরালার ধাঁচে হাউস বোটের মাধ্যমে পর্যটকদের দারুন অভিজ্ঞতার সাক্ষী করতে উদ্যোগী নবান্ন।