‘বিজেপির দুর্নীতি’ ফাঁসের হুঁশিয়ারি, বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রীকে জবাব মুখ্যমন্ত্রীর
Chief Minister's reply to the Prime Minister about the allocation

The Truth OF Bengal : বাংলায় এসে প্রধানমন্ত্রী সহ দিল্লির নেতারা দুর্নীতি ইস্যু তুলছেন। যাঁরা সবচেয়ে বেশি শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, পকেটমার, তাঁদের নিয়ে চলছেন। তমলুকের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি-সিবিআই দিয়ে হেনস্থার রাজনীতি ছেড়ে বিজেপিকে সরাসরি ভোটের লড়াইতে নামার চ্যালে়ঞ্জও ছুঁড়ে দেন প্রশাসনিক প্রধান।
দিল্লির নেতাদের রংচড়ানো রাজনীতি একুশের ভোটে বাংলার মানুষ খারিজ করেছে। বহিরাগতদের সংস্কৃতির বাংলায় কোনও ঠাঁই নেই,বুঝেও বুঝছে না গেরুয়া রাজনীতির নীতিকাররা। চব্বিশে বিজেপির হাতে ইস্যু সেভাবে না থাকলেও দুর্নীতি নিয়ে গরমাগরম বাক্যবাণ শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। সেই সভায় সারদা-নারদে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে মোদির এই স্বচ্ছতার বাউন্সার ব্যুমেরাং হবে ভোটবাজারে। আবারও উচ্চস্বরে প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২মার্চ নদিয়ার কৃষ্ণনগরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,বিজেপির হাওয়া তুলতে বাংলার বেনিয়ম নিয়ে মুখ খোলেন। ১লক্ষ ১৬হাজার কোটি টাকা মেটানোর আশ্বাস না দিয়ে ৩বছরের বকেয়া নিয়ে দুর্নীতির কথায় ফোকাস করেন। সেকথার প্রসঙ্গ তুলে ধরে সোমবার তমলুকের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সেই অভিযোগ খারিজ করেন।
- বাংলাকে ১লক্ষ ১৬হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র
- প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে বলেন ৪৭হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র
- আদৌও সেকথা কতটা সত্যি তার ব্যাখা দেন মুখ্যমন্ত্রী
- ২০১৪ থেকে ২১-২২ পর্যন্ত দেওয়া হয়েছে ২৯,৮৩৪কোটি
- আবাস যোজনায় এই টাকা দেওয়া হলেও পরে দেওয়া হয়নি
FREE ACCESS