কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষ মুখ্যমন্ত্রীর, মিলল সমাধান সূত্র?
Chief Minister's meeting with junior doctors at Kalighat

Truth Of Bengal: জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষ মুখ্যমন্ত্রীর। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সাথে শর্তসাপেক্ষে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু হয়। প্রায় দু ঘন্টা ধরে চলে এই বৈঠক। একধিক বিষয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে।
বৈঠকে জুনিয়র ডাক্তারদের ৪০ জনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। চলছে মিনিটস লেখার কাজ। মুখ্যসচিবের
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ৫ দফা দাবিতে চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।
জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবি
- নির্যাতিতার বিচার। যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
- সিপি বিনীত গোয়েলের অপসারণ, ডিসি নর্থ ও ডিসি সাউথের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
- স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ।
- হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
- জুনিয়র ডাক্তারদের উপর ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে।