গঙ্গাসাগর মেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Chief Minister will visit Gangasagar Fair

The Truth of Bengal: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শেষ মুহূর্তে তুঙ্গে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে এই মেলা। তার আগে সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রস্তুতির কাজ খতিয়ে দেখার জন্য শনিবার গঙ্গাসাগর পরিদর্শন করেছেন রাজ্যের তিন মন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রী পা দেবেন গঙ্গাসাগরে।
বেলা ১টা নাগাদ হেলিকপ্টারে করে তিনি গঙ্গাসাগরে পৌঁছবেন। গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী তাই লট নম্বর এইট থেকে কচুবেড়িয়া সহ গঙ্গাসাগরের মেন রাস্তায় নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে।গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর কপিল মুনির মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরই সাথে সুন্দরবন এলাকার বেশ কিছু সেতু উদ্বোধন করবেন তিনি।
এছাড়াও গঙ্গাসাগরের জল মিশন উদ্বোধনের কথা রয়েছে তার।সোমবার রাত্রি যাপন করে মঙ্গলবার সকাল ন’টায় মুখ্যমন্ত্রী রওনা দেবেন জয়নগরের উদ্দেশ্যে। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই সফরে মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন রাজ্যের একাধিক প্রশাসনিক আধিকারিক।