রাজ্যের খবর

সুন্দরবনের মৎসজীবীদের মারধর! শুনে চোখে জল মুখ্যমন্ত্রীর

Chief Minister alleges beating of Sundarbans fishermen in Bangladesh

Truth Of Bengal: বাংলাদেশের জেলে বন্দি ভারতীয় মত্স্যজীবীদের  মারধর করার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন, আমাদের দেশের বদনাম হোক,বাংলার বদনাম হোক,তা আমরা দেখেছি। দুদেশ মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক আমরা নিশ্চয়ই চাই। কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন রাজ্যের মত্স্যজীবীরা, বাংলাদেশের মধ্যে চলে যান মৎস্যজীবীরা।

আমাদের সরকার আসার পর  যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, অন্য কোন জায়গায় চলে যায় তা আমরা জানতে পারি তার জন্য আমরা একটা কার্ড দিয়েছি। আমরা জানতে পারি মৎস্যজীবীদের আটক করা হয়েছে। তারপর দুই দেশ দুই দেশের সঙ্গে যোগাযোগ করে। যাতে ওঁরা  পরিপূর্ণভাবে সেখানে থাকতে পারে  তার জন্য আমরা চেষ্টা করেছি। পরিবার চিন্তায় ছিলেন। আপনার আজ খুশি।বাংলাদেশ থেকে ফিরে আসা ৯৫জন মত্স্যজীবীর পরিবারকে দেওয়া হল টাকা। ১০হাজার টাকার চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৯৫জন মত্স্যজীবীর মধ্যে ৯২জন দক্ষিণ ২৪পরগনার ও উঃ২৪পরগনার ৩জন মত্স্যজীবী রয়েছেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন,জানতে পারলাম জেলে বন্দি  মত্স্যজীবীদের কয়েকজনকে মারধর করা হয়েছে। কয়েকজনের চোট রয়েছে। ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দিতে হবে। অনেক সময় পথ হারিয়ে যায়। কখনো সীমান্তের বাইরে যাবেন না। বাংলাদেশের ট্রলার এখানে ঢুকে পড়ে। ভালো করে চিকিৎসা করাই। আমরা ফেরত দিয়েছি। তখন ওরা বুঝতে পেরেছে।তাঁদের চিকিত্সা সহ সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন প্রশাসনিক প্রধান।

Related Articles