রাজ্যের খবর

রাতের অন্ধকারে রাস্তা পারাপারে চিতা! থমকে গাড়ি, আতঙ্ক ডুয়ার্সে

Cheetah crossing the road in the dark at night! Stopped car, panic in doors

Truth Of Bengal : জলপাইগুড়ি : রাতের অন্ধকারে চা বাগানে এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ। আর চিতাবাঘের ঘুরে বেড়ানোর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা – মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকার ঘটনা।

জানা যায়, মঙ্গলবার রাতে ডুয়ার্সে একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। মঙ্গলবার রাত প্রায় ১২ টা নাগাদ নিজের গাড়িতে করে চালসা থেকে মেটেলিতে বাড়ি ফিরছিলেন রাজ বরুয়া নামে এক যুবক। ওই সময় একটি বড় চিতাবাঘ রাস্তা পার হয়ে ইনডং চা বাগানে ঢুকে যায়। চিতাবাঘের রাস্তা পারের সেই ভিডিও ক্যামেরাবন্দি করেন তিনি। চিতাবাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা সকলই। ওই এলাকাটির পাশেই রয়েছে ইনডং চা বাগান ও চাপরামারী জঙ্গল।

উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় চিতাবাঘ দেখার ঘটনা ঘটেছিল। এবার রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘের ঘোরাফেরা করার ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন পথচলতি জনগণ। চালসা- মেটেলি রাজ্য সড়কে রোজ কয়েক হাজার মানুষ গাড়ি সহ যাতায়াত করেন। বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে।

Related Articles