চন্ডীতলায় ভূয়ো মাধ্যমিক পরীক্ষার্থীর হদিশ
Chanditala Fake Madhyamik Candidate's whereabouts

Truth Of Bengal: চন্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে এক ভূয়ো মাধ্যমিক পরীক্ষার্থীর সন্ধান পাওয়া যায়। পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরিক্ষকদের।ভূয়ো পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করতে আসল সত্য স্বীকার।
জানা গেছে কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুনী।পরীক্ষার্থী ভূয়ো জানতেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে চন্ডীতলা থানায় নিয়ে যায় পুলিশ।
তরুনীর পরিচয় কি? কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখে মাধ্যমিক পরীক্ষার এমার্জেন্সি রেসপন্স টিমের কর্তা কৌশিক শীল জানান বোন শাহানা খাতুনের হয়ে শবানা খাতুন পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষকের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বিডিও, এবং সার্কেলি ইন্সপেক্টর ঘটনাস্থলে আছেন তারা পুলিশকে খবর দেন । চন্ডীতলা থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এফআইআর দায়ের হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।