রাজ্যের খবর

‘নদীবাঁধ সংরক্ষণে টাকাও দেয়নি কেন্দ্র’ কটাক্ষ মমতার

"Centre did not even give money to preserve the river dam" Mamata's sarcasm

The Truth of Bengal: বাংলাকে টাকা দিলে সেই টাকা তৃণমূল কংগ্রেস খেয়ে নিচ্ছে।অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য হিন্দু শরণার্থীদের জায়গা দিচ্ছে না।  কাকদ্বীপের সভায় নরেন্দ্র মোদির এই বক্তব্যের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।বারুইপুরের সভায় তৃণমূল সুপ্রিমো বলেন,মোদির মিথ্যাচারের জবাব দিতে এসেছি,কেন্দ্র সুন্দরবনের নদীবাঁধ সংরক্ষণে এক টাকাও দেয়নি,রাজপ্রাসাদে বসে ঘূর্ণিঝড় সামলেছেন প্রধানমন্ত্রী। ভোটের মাঝে ধ্যান করে আসলে মোদি বিধিভঙ্গ করছেন বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

শেষ দফার প্রচারের সুর চড়াতে ময়দানে মোদি,পাল্টা জবাব দিতে আসরে মমতাও।ফোকাসে বঙ্গের ভোটযুদ্ধ। কাকদ্বীপের সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি তুলে ধরেন, বাংলাকে বিপুল টাকা দেওয়া হয়েছে । বাংলার নদীবাঁধের জন্য  বরাদ্দ  করা হয়েছে বিপুল টাকা ।কিন্তু সেই টাকা তৃণমূল কংগ্রেস খেয়ে নিচ্ছে,কাটমানি আর সিন্ডিকেট হঠাতে বিজেপিতে ভরসা রাখার আবেদনও জানান মোদি।কেন্দ্রের রিপোর্টকার্ড তুলে ধরার বদলে তাঁর গলায় শোনা যায়,মোদি যা করে,  তৃণমূল বলে তা হতে দেব না। মোদির এই একপেশে   বক্তব্যের বিরোধিতা করে বারুইপুরের সভায় সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।একুশের ভোটের পর বাংলার আবাস থেকে একশদিনের কাজের টাকা আটকে রাখার মতোই বাংলার নদীবাঁধ নির্মাণে টাকা না দেওয়ার অভিযোগ করেন তিনি। বিজেপি দুর্যোগে মানুষের পাশে থাকে  না,তৃণমূল কংগ্রেস পাশে থাকে। আমরাই মুড়িগঙ্গার উপর ব্রিজ করে দেব। সায়নী ঘোষের সমর্থনে আয়োজিত হয় এই সভায়  প্রধানমন্ত্রীর অসত্য তথ্যের তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার তোপ,কাকদ্বীপে গিয়ে মোদি ভাঁওতা দিচ্ছেন, মোদির গ্যারান্টি আসলে ফোর টয়েন্টি।শুধু মতুয়াদের সিএএ-র প্রতিশ্রুতিই নয়,৪তারিখের পর তৃণমূল নেতাদের কঠোর সাজা দেওয়ার হুঙ্কারও দিয়েছেন প্রধানমন্ত্রী।বিজেপির শীর্ষ নেতার ভবিষ্যতবাণী,  ‘৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দেশের রাজনীতি উথালপাথাল হবে।

বিজেপি বিরোধী শিবিরের নেত্রী সুর চড়িয়ে বলেন,বিজেপি যাক দেশ থাক।তৃণমূ সুপ্রিমো অভিযোগ করেন,  দমদমে বিজেপি –সিপিএম একযোগে লড়াই করছে। এই প্রসঙ্গে বিজেপি,বাম-কংগ্রেসের বোঝাপড়ার রাজনীতিকে পরাস্ত করতে ও দিল্লিতে ইন্ডিয়ার সরকার গড়তে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুলভাবে জয়ী করার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles