রাজ্যের খবর

শিলিগুড়িতে‌ ঠিকাদারের বাড়িতে সিবিআইয়ের হানা, ব্যাপক শোরগোল

CBI raids contractor's house in Siliguri

Truth Of Bengal : শিলিগুড়ির শান্ত হাকিমপাড়া  চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে । ঘুষ লেনদেনের অভিযোগে এক ঠিকাদারের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। শিলিগুড়ির হাকিম পাড়ায় এক ঠিকাদারের বাড়িতে হানা দিল সিবিআই। এই ঘটনায় ব্যাপক শোরগোল।

জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কলকাতা ও দিল্লি থেকে সিবিআই দপ্তরের বিশেষ প্রতিনিধি দল শিলিগুড়ির হাকিম পাড়ার ঠিকাদারের বাড়িতে এসে পৌঁছায়। এরপরেই শুরু হয় তল্লাশি। সূত্রের খবর ওই  ঠিকাদার এমইএস ডিপার্টমেন্টে ঠিকাদারীর কাজ করতেন।

অভিযোগ এমইএস ডিপার্টমেন্টে কাজের বরাত পাবার জন্য দফতরের এক আধিকারিককে টাকা দেওয়ার সময় শিলিগুড়ির বর্ধমান রোডে সিবিআইয়ের হাতে ধরা পড়ে যান তিনি । আর  ওই ব্যক্তি একজন  সরকারি আধিকারিক। সঙ্গে সঙ্গে ওই সরকারি আধিকারিককে আটক করে সিবিআই। এর পাশাপাশি ওই ঠিকাদারের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত সিবিআইএর আধিকারিকরা ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। তবে ঠিকাদারের বাড়ি থেকে কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখন স্পষ্ট নয়।

Related Articles