রাজ্যের খবর

মালদায় চালু কার্পেট কারখানা, পরিযায়ী শ্রমিকদের পাশে সরকার, বাড়ির কাছে মিলছে কাজের সুযোগ

Carpet factory in Malda, government stands by migrant workers, job opportunities close to home

The Truth Of Bengal: দীর্ঘদিনের স্বপ্ন পূরণ মালদার পরিযায়ী শ্রমিকদের। উদ্বোধন হল কার্পেট তৈরির কারখানা। রাজ্য সরকার ও জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে নবনির্মিত কারখানার যাত্রা শুরু হলে ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে। নিজের এলাকায় পছন্দের কাজ করার সুযোগ পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা।

কার্পেট তৈরির কাজে দক্ষ মালদার ইংরেজবাজার ও মানিকচক ব্লকের কয়েক হাজার শ্রমিক। বংশ পরম্পরায় এখানকার মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। তবে এতদিন এখানে কার্পেট শিল্প না থাকায় কাজের জন্য তাদের বাইরে যেতে হতো। এলাকায় কার্পেট বয়ন শিল্প থাকলে তাদের বাইরে যেতে হতো না। এতদিন সেই আক্ষেপ ছিল জেলার কার্পেট শিল্পীদের। অবশেষে তাদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ মালদার পরিযায়ী শ্রমিকদের। উদ্বোধন হল কার্পেট তৈরির কারখানা। রাজ্য সরকার ও জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে নবনির্মিত কারখানার যাত্রা শুরু হলে ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে। নিজের এলাকায় পছন্দের কাজ করার সুযোগ পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা।

আপাতত প্রাথমিক ভাবে কার্পেট শিল্পীদের ট্রেনিং-এর জন্য ১২টি কার্পেট লুম বসানো হয়েছে। আগামী দিনে আরও প্রায় ৬০টি লুম বসানো হবে বলে জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল। সরকারের লক্ষ্য পরিযায়ী শ্রমিকদের নিজের এলাকায় কাজের ব্যবস্থা করা।

মালদা জেলার ইংরেজ বাজার ব্লক ও মানিকচক ব্লকের কয়েক হাজার শ্রমিক কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত। দেশে এই কার্পেটের চাহিদা না থাকলেও বিদেশে চাহিদা তুঙ্গে। মূলত শীতপ্রধান দেশে এই কার্পেটের চাহিদা আছে বিপুল। বাড়ির কাছে সেই কার্পেট শিল্পে যুক্ত হতে পেরে খুশি শ্রমিকরা।

Free Access

Related Articles