রাজ্যের খবর

পঞ্চমীর রাতে পুজোতে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশকর্মীর

Car Accident

The Truth of Bengal: পুজোতে বাড়িতে ফিরছিলেন গাড়িতে, সেই সময়ই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। পঞ্চমীর রাতে ঘটনাটি ঘটেছে, বুনিয়াদপুর এলাকায়। নিহত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ সরকার (৪৬)

পুলিশ সূত্রের খবর, বিশ্বজিৎ সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার বাসুদেবপুর এলাকায়। তিনি পুজোতে কলকাতা থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। বিশ্বজিৎ সরকার কলকাতা পুলিশে কর্মরত ছিলেন।  দুর্গাপুজো উপলক্ষে বন্ধুর গাড়িতে পঞ্চমীর রাতে হিলির উদ্দেশ্যে রওনা দেন। পঞ্চমীর ভোরে বুনিয়াদপুর পুরসভার নলপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি ইলেকট্রিক পোলের মধ্যে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই পুলিশ কর্মী। স্থানীয় সূত্রের খবর, গাড়িতে আরও চারজন ছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরাও গুরুতর আহত হন। তাঁদের প্রথমে রসিদপুর পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে বাসুদেবপুরে এখন শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles