রাজ্যের খবর

কলকাতা হাইকোর্টের আদেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশ, ২৫ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ

Calcutta High Court order publication of circular, September 25 Higher Primary panel publication

Truth Of Bengal: কলকাতা হাইকোর্টের রায় মেনে আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করা হবে। সোমবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে,গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দেয় সেই অনুযায়ী ২০১৬ সালের উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করা হবে। প্যারা-টিচার বা পার্শ্ব-শিক্ষকদের জন্য যে ১০% আসন সংরক্ষিত থাকে, সেটা বাদ দিয়ে উচ্চপ্রাথমিক প্যানেল প্রকাশ করা হবে। উচ্চ উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের পরে প্রথম দফার কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করা হবে।

২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক রায় জানায়, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ২০১৬ সালে যে পরীক্ষা হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে তার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকা প্রকাশের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে বলে আদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে মেধাতালিকায় যে ১২,৫৮৯ জনের নাম ছিল, তাঁদের সঙ্গে উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়ে যাওয়া ১,৪৩৬ জন প্রার্থীকে সুযোগ দিতে হবে। অর্থাৎ মোট ১৪,০৫২ জন প্রার্থীকে নিয়ে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

Related Articles