প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহৃত, ৪৫ ঘণ্টা পর উদ্ধার ব্যাবসায়ী
Businessman kidnapped while out on morning walk, rescued 45 hours later

Truth Of Bengal: পুরুলিয়ার ঝালদা থানার ব্রজপুর গ্রামের এক ব্যাবসায়ী, লোকেশ গড়াই, ১৯ মে ভোরে প্রাতঃভ্রমণের সময় অপহৃত হন। ওই দিন সকাল ছয়টা নাগাদ তার বন্ধু ভৃগুরাম বাউরির সঙ্গে রাস্তায় হাঁটার সময়, একটি কালো ছোট চার চাকার গাড়ি তাদের পাশে এসে দাঁড়ায়। গাড়ি থেকে এক ব্যক্তি হিন্দিতে “পুরুলিয়া কিধার হে?” প্রশ্ন করে এবং পর মুহূর্তেই লোকেশকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে ভৃগুরামকে লাথি মেরে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। তাদের মুখ ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা যায়নি।
ঘটনার খবর দ্রুত পুলিশকে জানানো হলে ঝালদা থানার পুলিশ তদন্ত শুরু করে। প্রায় ৪৫ ঘণ্টা পর পুরুলিয়া জেলা পুলিশ ঝাড়খণ্ডের ধানবাদের কাছে থেকে অপহৃত লোকেশ গড়াইকে উদ্ধার করে। পুলিশ জানায়, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলেও পরিবার সেই কল রিসিভ করেনি। উদ্ধার অভিযানে ব্যবহৃত কালো গাড়িটিকেও পুলিশ আটক করেছে।
এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরো ঘটনার পেছনে কারা রয়েছে এবং অপহরণের উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে।