পাচার রুখতে গিয়ে হামলার মুখে বিএসএফ, গুলিবিদ্ধ পাচারকারী
BSF under attack while trying to stop smuggling, smuggler shot dead

Truth of Bengal: সীমান্তে কড়া নজরদারির মধ্যেও পাচারের চেষ্টা অব্যাহত। বুধবার ভোরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে পাচারকারীদের হামলায় আহত হলেন এক বিএসএফ জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়।
সূত্রের খবর, পাঁচ পাচারকারী নিষিদ্ধ কফ সিরাফ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। বিএসএফ জওয়ানরা বাধা দিলে তাঁরা প্রথমে সরে যেতে অস্বীকার করেন, এরপর আচমকা হামলা চালান। এক বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। হামলায় আহত হন অরফেস কুমার নামে এক জওয়ান।
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ও জঙ্গি গতিবিধির আশঙ্কা বাড়ছে। পাচারকারীরাও শীতের রাতে আরও সক্রিয় হয়ে উঠছেন।
বিএসএফের গুলিতে এক পাচারকারী গুলিবিদ্ধ হন, তবে বাকিরা পালিয়ে যান। আহত বিএসএফ জওয়ান ও পাচারকারীকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে বিএসএফ ও পুলিশ। ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।