বিএসএফের তৎপরতায় উদ্ধার ২৮ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১
BSF recovered 28 bottles of Phencidil, arrested 1

The Truth Of Bengal: হাকিমপুর সীমান্ত থেকে ২৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, বিএসএফ সূত্রে জানা যায় রাকেশ মণ্ডল নামে এক পাচারকারী স্কুটি করে বাংলাদেশে নিষিদ্ধ কিছু পাচার করার চেষ্টা করছিল। ঠিক তখনই বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্টে আসতেই আটক করে। এরপর তল্লাশি চালাতেই সেই স্কুটির ভেতর থেকে উদ্ধার হয় ২৮ বোতল ফেনসিডিল ৷ ইতিমধ্যেই ওই নিষিদ্ধ ফেনসিডিল, স্কুটি সহ ধৃত পাচারকারীদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এরপর পুলিশ পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজ্জুকরে বারাসাত আদালতে পাঠায়৷
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যার পর এক বাইক আরহী স্বরূপদাহ বাজারের দিক থেকে এসে হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তারালি সীমান্তের জওয়ানরা হাকিমপুর চেকপোষ্টে মোটর বাইক আটকে তল্লাশি করলে তেলের ট্যাংকির ভিতর থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে, বিএসএফ আটক করে ওই পাচারকারীকে তার নাম রাকেশ মণ্ডল বাড়ি হাকিমপুর উত্তর পাড়ার ৷ এই পাচারকারীর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS