ভাগাড় থেকে উদ্ধার ৯ বছরের কিশোরের ক্ষত-বিক্ষত দেহ
Bruised body of 9-year-old boy recovered from garbage dump

Truth Of Bengal: বুধবার খড়দা এলাকায় সামনে এল এক নৃশংস ঘটনা। এলাকার এক ভাগাড় থেকে ৯ বছরের কিশোরের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি খড়দহ নালীর মাঠের বাসিন্দা, তার নাম বুলু দাস।
তিন দিন আগে টিটাগড় থানায় তার হারিয়ে যাওয়ার অভিযোগও দায়ের হয়েছিল। বুধবার সকালে সাফাই কর্মীরা যখন টিটাগড়ের ভাগাড়ে আবর্জনা সড়াচ্ছিলেন সে-সময় উদ্ধার হয় ওই কিশোরের দেহ। পুলিশের অনুমান নিখোঁজ হয়ে যাওয়া বুলু দাসের দেহ এটি। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। কিভাবে ওই কিশোরের দেহ ওই আবর্জনার ভেতরে এল, কারা তাকে মারল? এই সমস্ত বিষয়ে জালতে তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ।
এক সাফাইকর্মী জানিয়েছেন, ভাগাড়ে আবর্জনা সরাচ্ছিনোর সময় আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখে বালকের দেহ। তবে কবে থেকে ভাগাড়ে এই দেহ পড়ে রয়েছে তা এখনও অস্পষ্ট। ভাগাড়টি একেবারে লোকালয়ের কাছে। কিন্তু কোন স্থানীয়র থেকে এ-বিষয়ে তেমন কোন তথ্য পাওয়া জায়নি বলে জানা গিয়েছে।