রাজ্যের খবর

মামাতো ভাইয়ের হাতে দাদার নৃশংস হত্যাকাণ্ড! ফাঁসির সাজা শোনাল আদালত

Brother killed by cousin! Court sentences death penalty

Truth Of Bengal: চার বছর পর সুবিচার পেল এক নির্মম হত্যাকাণ্ডের শিকার পরিবার। শনিবার জলপাইগুড়ি অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এক তরুণকে ফাঁসির সাজা শোনাল। সমস্ত সাক্ষ্যপ্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই কঠোর রায় ঘোষণা করা হয়। আদালতের রায়ে খুশি নিহতের পরিবার ও স্থানীয়রা। তবে শাস্তির বিষয়ে নির্লিপ্ত দোষী, যিনি শুধু বললেন, “কিছু বলার নেই।” তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁরা উচ্চতর আদালতে আপিলের চিন্তাভাবনা করছেন।

নিউ জলপাইগুড়ি থানার শান্তিনগর এলাকার বাসিন্দা শংকর দাস ছিলেন পেশায় রাজমিস্ত্রি। তাঁর পিসতুতো ভাই সুরেশ রায়ের বিরুদ্ধে নানা ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগ ছিল। বিশেষ করে, মহিলাদের কটূক্তি করার বদভ্যাস নিয়ে শংকর তাঁকে বারবার সতর্ক করতেন। কিন্তু এই কথা সুরেশ ভালোভাবে নেয়নি। দীর্ঘদিনের বিরোধ চরমে ওঠে ২০২১ সালের ৪ মার্চ, যখন এই বিবাদ মর্মান্তিক হত্যায় পরিণত হয়।

ঘটনার দিন শংকর স্থানীয় এক চায়ের দোকানে বসে ছিলেন। পরিকল্পনামাফিক সুরেশ সেখানে উপস্থিত হয়ে আচমকা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পরপর ১৮ বার কোপানো হয় শংকরকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তাঁর লিভার ও কিডনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই নৃশংস হত্যার পর থেকেই পরিবার ও স্থানীয়রা অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। ১২ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত দোষী সুরেশ রায়কে মৃত্যুদণ্ড দেয়। জলপাইগুড়ি আদালতের এই রায়ে এলাকাবাসী সন্তুষ্ট। সকলেই চাইছেন, দ্রুত এই শাস্তি কার্যকর হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

Related Articles