রাজ্যের খবর

ভগ্নদশা কাঠের সেতুর! অবিলম্বে মেরামতের আশ্বাস প্রশাসনের

Bridge Crack

The Truth of Bengal: মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সরু খাল। খালের উভয় প্রান্তের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম একটি কাঠের সাঁকো এখন সেই সাঁকোটি ভগ্নপ্রায় হয়ে পড়েছে। বাঁশ দিয়ে কোনওরকমে সাঁকোটি চালু রাখা হয়েছে। তাঁর ওপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। বারবার ঘটছে দুর্ঘটনা। অনেক সেই সাঁকো থেকে পড়ে গিয়েছেন খালে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের হরিনারায়ণপুর এলাকার মানুষ বারবার দাবি জানিয়েছে গৌঁড়েরহাট খালের ওপর থাকা কাঠের সেতুটি মেরামত করার জন্য।

এখনও হয়নি সেই কাজ। তবে স্থানীয় পঞ্চায়েত সমিতি দ্রুত সেতুটি মেরামত করার আশ্বাস দিয়েছে। টাকা এলেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। সেতুটি মেরামত হলে ঝুঁকির পারাপার থেকে মুক্ত হবে এলাকার মানুষ। এখন সেই আশ্বাসের দিকে তাকিয়ে আছে এলাকাবাসী।এলাকার এই সমস্যার কথা জানতে স্থানীয় পঞ্চায়েত সমিতি।

দ্রুত সেতুটি মেরামত করার আশ্বাস দিয়েছে। টাকা এলেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।খালের দুই প্রান্তে যাতায়াতে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে ভরসা এই সাঁকোটি। এই ভগ্নদশা কাঠের সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সেই সাঁকোটি মরণফাঁদে পরিণত হওয়ায় পারাপারে ঝুঁকি বেড়েছে এলাকার মানুষের। সাঁকো মেরামতে প্রশাসন আশ্বাস দেওয়ায় আশার আলো দেখছে এলাকার মানুষ।

Free Access

Related Articles