সেতু নির্মাণের উদ্যোগ বাণিজ্য-বিকাশ নজর
Bridge construction initiative trade-development focus

The Truth of Bengal: কালিয়াগঞ্জের রসিদপুরে শ্রীমতি নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে।টেন্ডার প্রক্রিয়ার জন্য সেতু নির্মাণের কাজ কিছুটা দেরি হলেও অচিরেই তা শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য। ফলে যোগাযোগের সেতুবন্ধনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছে প্রশাসনের কর্তারা।উত্তরবঙ্গে শিল্প-বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে রোজগারের পথ তৈরি করতে পরিকাঠামোর যে বিপুল বিকাশ হচ্ছে তা স্পষ্ট বলা যায়।
উত্তরবঙ্গের অর্থনীতির প্রসারে পর্যটনের বিকাশ ঘটাচ্ছে রাজ্য সরকার।বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া হচ্ছে।তৈরি করা হচ্ছে সেতু,বিশ্বমাণের রাস্তা থেকে যোগাযোগের সমস্ত পথ। এমনকি জাতীয় সড়কের সঙ্গে ছোট রাস্তার মেলবন্ধন ঘটানোর প্রক্রিয়া জারি আছে। এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা্ধ্যায় গাজোলডোবায় ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন।একইভাবে কালিয়াগঞ্জের রসিদপুরে তিনি শ্রীমতি নদীর ওপর সেতু নির্মাণের সবুজ সঙ্কেত দেন।গতবছর ৯অগাস্ট ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে এই নব নির্মিত সেতুর শিলান্যাস করেন প্রশাসনিক প্রধান। প্রশাসনিক উদ্যোগ জারি রাখা হয় নতুন সেতু নির্মাণের কাজ সময়ে শেষ করার জন্য।পরপর দুবার টেন্ডারও ডাকা হয়েছে।প্রশাসন চাইছে দ্রুত এই সেতুর কাজ শেষ করতে।বলা যায়,কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ওপর গড়ে ওঠা এই সেতুর বয়স ৫০-এরও বেশি।এখন প্রশাসন অগ্রাধিকারের ভিত্তিতে সেতু নির্মাণের কাজ সম্পন্ন করার ওপর জোর দিচ্ছে বলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশ্বাস দিয়েছেন।
বহুদিন আগেই দুর্বল ঘোষণা করে এই সেতুর উপর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে পূর্তদপ্তর। রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ দিয়ে বুনিয়াদপুর হয়ে ভারত-বাংলাদেশের হিলি স্থল বন্দর পর্যন্ত পন্যবাহী ভারী গাড়ি চলাচল করে এই রাস্তায়। রসিদপুরে শ্রীমতী নদীর উপর ভারী পন্যবাহী গাড়ি চলাচলের উপযুক্ত নতুন সেতু নির্মাণের দাবি বহুদিন আগেই উঠেছিল। সেই মতোই রাজ্য সরকার শ্রীমতি নদীর বর্তমান সেতুর পাশে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল।কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা বলেন ব্রিজ টি খুব গুরুত্বপূর্ণ এই ব্রিজের সাথে বাংলাদেশ, হিলি,বালুরঘাট,মালদা যোগাযোগ ব্যবস্থা। এই ব্রিজ যদি যেকোনো সময় দুর্ঘটনা ঘটে তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি আশাবাদী খুব শীঘ্রই এই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। সেতু নির্মাণের প্রশাসনিক তত্পরতা জারি থাকায় উত্তরবঙ্গের মানুষ আশা করছে খুব শিগগিরি এই কাজ শেষ হবে।সময় বেঁধে কাজ শেষ করলে তাতে যোগাযোগের সুবিধা হবে বলে সাধারণ মানুষের অভিমত।শিল্প-বাণিজ্যের মতোই অর্থনীতির পরিকাঠামোর প্রত্যাশিত উন্নতি হওয়ায় আশা এই জেলার বিকাশে আরও গতি আসবে।