রাজ্যের খবর

আবারো বোমা উদ্ধার মালদায়, নিষ্ক্রিয় করতে সিআইডির বম্ব স্কোয়াড

Bomb recovered again in Malda, CID's bomb squad to defuse it

Truth Of Bengal: আবারো বোমা উদ্ধার মালদায়। মালদার বৈষ্ণবনগ টাউনশিপের গ্যামন পাড়া মাঠে পাওয়া গেল লুকনো বোমা। ওই এলাকা থেকে উদ্ধার হল দুইটি বল বোমা। বোমগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড।

জানা গিয়েছে, রাতে ওই এলাকায় বল বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বৈষ্ণব নগর থানার পুলিশকে। সকালে এলাকায় যায় বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমা দু’টিকে নিষ্ক্রিয় করা হয়। তবে ওই এলাকায় কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

Related Articles