৪ দিন নিখোঁজ থাকার পরে পরিত্যক্ত কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার
Body recovered from abandoned well after 4 days missing

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, আসানসোল, জামুরিয়া : জামুরিয়া বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার কে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে, স্থানীয়রা আজ সকালে এই দেহটিকে কুয়েতে ভাসতে দেখতে পেয়ে সাথে সাথেই পুলিশে খবর দেয়। পুলিশ দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে কুয়োতে জল ভর্তি করে দেহ উদ্ধার করে। দেহ কুয়ো থেকে উদ্ধার হওয়ার পরে স্থানীয়রা শনাক্ত করে। মৃত ব্যাক্তি কেন্দা গ্রামের অভিজিৎ ব্যানার্জী( বড়কা), বয়স ৩৮ বছর। মৃতের পরিবারের লোকজনের কাছে জানা গিয়েছে যে অভিজিত গত চারদিন থেকে নিখোঁজ ছিল। এই বিষয়ে কেন্দা ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।
অভিজিতের দেহ এই কুয়োতে কি ভাবে এল এই নিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ।