রাজ্যের খবর

সোনাই নদী থেকে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Body of youth recovered from Sonai river, Chanchalya area

Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : ফের এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার অন্তর্গত সোনাই নদীতে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপ নগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ভারত বাংলাদেশের সোনাই নদীতে আজ সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসীন্দারা। সাথে সাথে স্বরূপনগর থানায় খবর দিলে স্বরুপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই যুবকের বাড়ি বাংলাদেশে হতে পারে। পুরো বিষয়টি নিয়ে যৌথভাবে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তল্লাশি শুরু করেছে।

Related Articles