রাজ্যের খবর

আসানসোলে রেল লাইনের পাশে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

Body of a man found near railway tracks in Asansol

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, আসানসোল: শনিবার সকালে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ধর্মপুর এলাকার রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। পরিবারের সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ধমু বাউড়ি। পুরুলিয়ার রাঘুনাথপুরের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে হিরাপুর এলাকায় নিজের শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। এখানেই দিন মজুরের কাজ করতেন।

মৃতের আত্মীয় জানান, শনিবার সকালে তাদের কাছে ফোন যায় যে ধমু বাউড়িকে ধর্মপুর এলাকায় রেল লাইনের ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে। সেই শুনে আত্মীয় স্বজনরা ছুটে আসে উদ্ধারস্থলে। আত্মীয়দের দাবি, ধমুকে মেরে ফেলা হয়েছে। ধমুর দুটি মেয়ে আছে। পুলিশ সূত্রে খবর, আসানসোলের হিরাপুর থানার পুলিশ ধমু বাউড়ির স্ত্রী ও শাশুড়ি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Related Articles