রাজ্যের খবর

ধাত্রীগ্রামের ১৯ তম জগদ্বাত্রী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

Blood donation camp organized on the occasion of 19th Jagaddhatri Puja in Dhatrigram

Truth Of Bengal: কালনায় জগদ্বাত্রী পুজো উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কালানা ১ নম্বর ব্লকের ধাত্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রিগ্রাম মাঠে আয়োজিত হল জগদ্বাত্রী পুজো, সেই উপলক্ষ্যে আমরা ‘ক’ জন ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ধাত্রীগ্রাম সার্বজনীন জগদ্বাত্রী পুজো এই বছর ১৯ তম বর্ষে পদার্পণ করলো। প্রত্যেকের মঙ্গলের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, অন্তত উদ্যোক্তাদের তরফে এমনটাই জানানো হয়েছে। কারণ রক্তদান জীবন দান। একটু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ। কালনা ব্লাড ব্যাঙ্কের কর্মীরা সেখানে আসেন রক্ত সংরহের জন্য।

উদ্যোক্তাদের আশা এবারে ৫০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী হবে। তবে রক্ত সঙ্কটের সময় উদ্যোক্তাদের এই সিধান্ত বহু মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাবে। এই প্রয়াস অবশ্যই প্রশংসার দাবী রাখে। তবে অনান্যবার থেকে এবারে রক্তদাতার সংখ্যা বাড়বে। এবারের পুজোর বাজেট সাত লক্ষ টাকা। ৬ দিন যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটানোর সিধান্ত উদ্যোক্তাদের।

Related Articles