কাঁথিতে বিজেপি সন্ত্রাস! মমতার নির্দেশে খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দল
BJP terror in Kanthi! Trinamool delegation in Khajuri under Mamata's instructions

The Truth of Bengal: লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। গত ৪ জুন ফলাফল প্রকাশ হয়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে প্রথমে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। আর এই ফলাফল প্রকাশের পর থেকেই কাঁথির বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে খেজুরি এলাকায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের অনেক কর্মী সমর্থক। তৃণমূলের অভিযোগ, বিজেপি হামলা চালাচ্ছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে। অনেকেই আতঙ্কে ঘর ছাড়া হয়েছে। এবার খেজুরির সন্ত্রাস কবলিত এলাকা খতিয়ে দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন দলের অন্যতম নেতা কুণাল ঘোষ। ‘আক্রান্ত তৃণমূল’ কর্মীদের পাশে দাঁড়াতে এই প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছাবেন খেজুরিতে। শুক্রবার খেজুরি যাবেন কুণাল ঘোষ, শিউলি সাহা এবং বীরবাহা হাঁসদা। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উত্তম বারিক। তিনিও থাকছেন এই প্রতিনিধি দলে। আক্রান্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে জনসভা করবেন তাঁরা। লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯ টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১২টি আসন দখল করে।
২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮ টি আসন দখল করেছিল। এবারের নির্বাচনে বিজেপির ৬টি আসন হাতছাড়া হয়েছে। তবে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক এই দুটি আসন বিজেপি দখল করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার এই কেন্দ্র দুটিতে বিজেপি জেতার পর থেকেই সন্ত্রাস শুরু হয় বলে অভিযোগ। এবার সেই সন্ত্রাসের আঁতুর ঘরে পৌঁছাতে টিম পাঠাচ্ছে তৃণমূল। প্রতিনিধি দল সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করে দলের সুপ্রিমোর কাছে জমা দেবে বলে জানা গিয়েছে।