অধ্যক্ষের চেয়ারকে উদ্দেশ্য করে অপমান, ৩০ দিনের জন্য সাসপেন্ড বিজেপি বিধায়ক
BJP MLA suspended for 30 days for insulting the principal's chair

Truth Of Bengal: অধ্যক্ষের চেয়ারকে উদ্দেশ্য করে অপমান করা হয়েছে। বিধানসভার রুল ৩৪৮ অনুযায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মনকে ৩০ দিন বা এই অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হোক। এই মর্মে নোটিশ আনেন শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। ধ্বনি ভোটে তা পাশ হলে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
অধ্যক্ষের চেয়ারকে উদ্দেশ্য করে অপমান, ৩০ দিনের জন্য সাসপেন্ড বিজেপি বিধায়ক pic.twitter.com/WIRjgpwYOI
— TOB DIGITAL (@DigitalTob) March 10, 2025
বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে উত্তেজনা দেখা যায়। ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিরণ চ্যাটার্জী অন্য প্রসঙ্গে যাওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই সময়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। অধ্যক্ষের চেয়ারকে লক্ষ্য করে বেশ কিছু মন্তব্য ভারতীয় জনতা পার্টির বিধায়করা করেন। এরপরেই ওয়াক আউট করেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা।
পরবর্তী সময়ে শাসক দলের বিধায়ক কথা মুখ্য সচেতন নির্মল ঘোষ নোটিশ আনেন অধ্যক্ষকে চেয়ার কে অপমান করা হয়েছে। ধনী ভোটে তা পাস হয়ে যায়। বিধানসভার রুল ৩৪৮ অনুসারে দীপক বর্মনকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। ফালাকাটার ভারতীয় জনতা পার্টির বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।