Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় নয়া মোড়, ‘ধর্ষণের গল্প সাজিয়ে নাটক বিজেপির’, প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেত্রী
BJP leader left the party in protest of 'BJP's drama by arranging rape story'

The Truth Of Bengal : সন্দেশখালিতে বিজেপির পরিকল্পনা আগেই ফাঁস হয়েছে সেই দলের নেতা গঙ্গাধর কয়ালের স্বীকারোক্তিতে। তাঁকে বলতে শোনা যায়, টাকা দিয়ে সবটাই পরিকল্পনা করে সাজানো হয় বিজেপির তরফে। এবার সেই একই কথা বললেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মহিলা নেত্রী সিরিয়া পারভিন। ভোটের আগে বিজেপির এই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় স্বভাবতই বেকায়দায় গেরুয়া শিবির। পরিকল্পিত ষড়যন্ত্র নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন বিজেপি নেত্রী সিরিয়া পারভিন। আগেই ফাঁস হয়েছে সন্দেশখালির ঘটনা সাজানো। এবার সেই একই কথা সিরিয়া পারভিনের মুখে। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছেন, ’সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা সাজানো। ‘সন্দেশখালির ঘটনা হাতে লেখা গল্প। সেখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো। আন্দোলন করার জন্য মহিলাদের মোবাইল দেওয়া হতো। কী হবে, আগে থেকে মিডিয়াকে খবর দিয়ে দেওয়া হতো।‘ সিরিয়া পারভিন 2016 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। সন্দেশখালিতে যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে তাতে মহিলাদের সম্ভ্রম নষ্ট হয়েছে। বিজেপির এই পরিকল্পনা দেখে তার মন ভেঙে গিয়েছে জানান সিরিয়া পারভিন। তার দাবি সন্দেশখালিতে আরও অনেককিছু ঘটানোর পরিকল্পনা আছে বিজেপির।
দিনের পর দিন সন্দেশখালিতে কী হয়েছে তা সবটাই তুলে ধরেন সিরিয়া। কীভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে তার সাম্প্রতিক একটা ঘটনা তিনি জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ মে সন্দেশখালিতে আবার এক মহিলা নতুন করে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ করেন। এই ঘটনার পর তাঁকে বলা হয় সন্দেশখালি যেতে হবে। জানানো হয়, এটা আমাদের তৈরি করা। দেখলাম, পুলিশের এফআইআর-এ বলা হয়েছে, মহিলার শ্লীলতাহানি হয়েছে। পরের দিন ওই মহিলা গোপন জবানবন্দি দিতে গিয়ে বলেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। যা সম্পূর্ণ বানানো। এসব মন থেকে মেনে নিতে পারেননি। তাই তিনি বিজেপি ছেড়েছেন বলে জানান।
তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া পারভিন জানান, মহিলাদের সম্মানের জন্য তিনি লড়াই চালাচ্ছিলেন। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত ও ধর্ষিত হয়েছেন শুনে তাঁদের হয়ে তিনি লড়াই করছিলেন। কিন্তু সেখানে একাধিক প্রশ্ন উঠতে থাকে। টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ আনানো হয়। এই ষড়যন্ত্রে সন্দেশখালির মহিলাদের সম্ভ্রম নষ্ট হয়েছে। বিজেপির সেই ষড়যন্ত্রের কথা তুলে ধরে দলত্যাগ করেছেন সিরিয়া পারভিন।