রাজনীতিরাজ্যের খবর

‘সন্দেশখালি প্ল্যান ফ্লপ হওয়ায় কামারহাটি নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে বিজেপি’, অভিযোগ তৃণমূলের

'BJP is weaving a web of conspiracy with Kamarhati as Sandeshkhali plan failed', Trinamool complains

The Truth Of Bengal : কামারহাটির ঘটনাকে সামনে রেখে বিজেপি রাজনীতি করতে নেমেছে। প্রশাসন যেখানে জয়ন্ত সিং – সহ অভিযুক্তদের গ্রেফতার করে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে বিরোধীরা জলঘোলা করতে নেমে পড়েছে, সরব তৃণমূল নেতৃত্ব। ফেক ভিডিয়োয় শুধু ২বছর আগের ঘটনাই তুলে ধরা হয়নি, পুরুষের জায়গায় মহিলাদের তুলে ধরছে গেরুয়া শিবির, এই গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্তের।

সন্দেশখালির গেমপ্ল্যান ফ্লপ হওয়ার পর কামারহাটি নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে,বিজেপি।এমনই চাঞ্চল্যকর অভিযোগকে হাতিয়ার করে সোচ্চার তৃণমূল কংগ্রেস। ফেকভিডিয়ো ছড়িয়ে বাংলার বদনাম করার নতুন চিত্রনাট্য রচনা করা হয়েছে বলে মনে করছে রাজ্যের শাসকশিবির। কেন এই অভিযোগ ? কেন বদনামের রাজনীতি বাংলার ভূমিতে দেখা যাচ্ছে ?তার স্পষ্ট ব্যাখা দিয়েছেন,তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত।সোমবার রাতে একটি ভিডিয়ো বাজারে ছড়িয়ে যাওয়ার পর   বিতর্কের সূত্রপাত হয়। বিজেপির তরফ থেকে পোস্ট করা ভিডিয়োয় লেখা হয়েছে,কামারহাটির তালতলা ক্লাবে জয়ন্ত সিং নিরস্ত্র মহিলাদের মারধর করেছে।এই ভিডিয়োকে ফেক বলে খন্ডন করে সরব ঋজু দত্ত।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  ঋজু দত্ত,  আরও জানিয়েছেন  ‘‘বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তৃণমূলকে টার্গেট করতে এখন সব রকম ভিডিয়ো ব্যবহার করা হচ্ছে। এ ভাবে রাজ্যের বদনাম করার চেষ্টা চলছে।’’

বিজেপির তরফে যে ভিডিয়োটি তুলে ধরা হয়েছে তা পুরনো, মানছেন এলাকাবাসীরাও। তাঁদের বক্তব্য, এলাকায় জয়ন্তের লোকজনের দাপট রয়েছে।  কেউ কেউ বলছেন, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে ক্লাবের ভিতরে এ ভাবে মারধর করা হয়েছিল।কামারহাটি তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছেন,  এই ধরনের কোনও ঘটনাকে প্রশ্রয় দেন না তাঁরা।   যাঁরা দোষী, তাঁরা অবশ্যই শাস্তি পাবেন। তবে বিজেপির বাংলার নামে দুর্নাম ছড়ানোর রাজনীতি কখনই বরদাস্ত করা যায় না।

 

Related Articles