রাজ্যের খবর

বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিবস অনুষ্ঠান, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

Birsa Munda's 150th birth anniversary celebrations, Chief Minister to attend

Truth of Bengal: আদিবাসীদের সংঘবদ্ধ সংগ্রাম ভারতবর্ষে ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল। কখনো সিপাহী বিদ্রোহ কখনো মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে আদিবাসী নেতাদের। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে এরকম একটি উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর জন্ম। ঝাড়খণ্ডের  রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক ছিলেন তিনি।

ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত হয়েছিলেন। আদিবাসী আন্দোলনের এই মূর্তপ্রতীকের জন্মদিন শুক্রবার। তাঁর দেড়শ তম জন্মদিন রাজ্য সরকার যথাযথভাবে পালন করতে চলেছে। শুক্রবার এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্ম দিবস উদযাপন করা হবে নিউটাউন এর আদিবাসী ভবনে।

রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান অনুষ্ঠান থাকছে জন্ম দিবসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আদিবাসীদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আদিবাসী সংস্কৃতির উপস্থাপনা। ‘জয় জোহর’ এর মতো প্রকল্প চালু রয়েছে রাজ্যে। আদিবাসী আন্দোলনের প্রাণপুরুষ বিরসা মুন্ডার জন্ম দিবসেও রয়েছে একাধিক কর্মসূচি।

Related Articles