রাজ্যের খবর
Trending

মুকুটমনিপুরে পক্ষী সুমারি, পরিযায়ী পাখি ফিরে যাওয়ার আগে পাখিদের সংখ্যা গণনা শুরু

Bird census in Mukutmanipur, counting the number of birds before the migratory birds return

The Truth Of Bengal: পক্ষী সুমারি চলছে বাঁকুড়ার রানি মুকুটমনিপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বনদফতরের যৌথ উদ্যোগে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে চলছে পরিযায়ী পাখির সুমারি। শীত শেষে ওই পরিযায়ী পাখিরা ফিরে যায় নিজের দেশে। তার আগে সেই পাখিদের সংখ্যা গণনা শুরু হল।  উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিতকুমার দাস, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বনদফতরের আধিকারিকরা।

মুকুটমনিপুরে প্রতিবছর আসে হাজার হাজার পরিযায়ী পাখি। শীতের মরসুম কাটিয়ে আবার ওই পাখিরা ফিরে যায় নিজের দেশে। এবার পক্ষী সুমারি শুরু বাঁকুড়ার রানি মুকুটমনিপুরে। এক স্বেচ্ছাসেবী সংস্থা ও বনদফতরের যৌথ উদ্যোগে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে শুরু পরিযায়ী পাখির সুমারি। শীত শেষে ফিরে যাওয়ার আগে পাখিদের সংখ্যা গণনা শুরু হল।  উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিতকুমার দাস, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বনদফতরের আধিকারিকরা। এখনও পর্যন্ত প্রায় ১২ রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে এই জলাধারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরকে ঘিরে বার্ড ওয়াচিং ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পক্ষী গণনার কাজ করছে বন দফতর। সরাল, রাঙামুড়ি, বালি হাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা গিয়েছে। তবে এবছর এমন অনেক পাখি আসেনি যারা গত বছর এসেছিল। কেন সেই প্রজাতির পাখিরা এবছর মুখ ফিরিয়েছে তার কারণ খতিয়ে দেখার পাশাপাশি মানুষজনদের মধ্যে সচেতনতাও গড়ে তোলা হবে বলে জানিয়েছে বনদফতর।

দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি আসে মুকুটমনিপুরে। কয়েক মাস কাটিয়ে স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায়। ওই পাখিরা মূলত মঙ্গোলিয়া, সাইবেরিয়া থেকে আসে। শীত পার করে আবার তারা ফিরে যায়। কোন কোন প্রজাতির কত পাখি এল তা জানতে চলে গণনা। মুকুটমণিপুর জলাধারের ওপর নৌকোয় চেপে ওই গণনার কাজ চলে।

Free Access

Related Articles