রাজ্যের খবর

ক্যানেলের জলে প্লাবিত বিঘার পর বিঘা আলুর জমি, সঙ্কটে কৃষকরা

Bigha after bigha of potato land flooded by canal water, farmers in crisis

Truth Of Bengal: এ যেন ঠিক অকাল বন্যা পরিস্থিতি। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লক এলাকার কৃষকদের কৃষিকাজের জন্য এই ব্লকের মাঝ বরাবর চলে গেছে কংসাবতী সেচ ক্যানেল। এবার শীতের মরশুমে সেই ক্যানেলই হল কাল।

কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের সাঁতরা তেতুলমুড়ি এলাকায় ৫০ বিঘা আলু জমি কংসাবতী সেচ ক্যানেলের ছাড়া জলের তলায়। স্থানীয় কৃষকরা সেচ দপ্তরের বিরুদ্ধেও ক্ষোভ উপড়ে দিচ্ছেন। কারণ তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই সেচ ক্যানেল সংস্কার করা হয়নি।

যার ফলে ক্যানেল বক্ষে আগাছায় পূর্ণ হয়েছে। এরপর হঠাৎ করেই জল ছাড়ায় ক্যানেল উপচে পাশাপাশি আলু জমিগুলি প্লাবিত হয়েছে। কৃষকরা জানাচ্ছেন, এই ৫০ বিঘা জমি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে জলের কারণে। পাশাপাশি তারা মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করেছেন এবার তারা কি করবেন? এই পরিস্থিতিতে সরকার তাদের সাহায্য না করলে তাদের মৃত্যু ছাড়া পথ থাকবে না এমনটাই দাবি কৃষকদের।

Related Articles