রাজ্যের খবর

রাজ্যে বড়সড় মাদক চক্রের হদিশ, গ্রেফতার যোগী রাজ্যের ২ বাসিন্দা সহ ৩

Biggest drug gang in the state, arrested 3 including 2 residents of Yogi state

Truth Of Bengal: নদিয়ায় হেরোইন তৈরীর অন্যতম প্রয়োজনীয় রাসায়নিক সরবরাহকারী চক্রের হদিশ পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ মাদক তৈরির রাসায়নিক বোঝাই ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র অনুযায়ী, ধৃতদের আদালতে পেশ করার পর তাদের শীঘ্রই হেফাজতে নেওয়া হবে।

পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গোপন তথ্য মারফত আগেই জানা গিয়েছিল যে, উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে একটি ট্রাক ভর্তি হেরোইন তৈরির রাসায়নিক নিয়ে রাজ্যে আসছে। এই তথ্যের ভিত্তিতে নদীয়ায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি মাদক তৈরির রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়েছে। যোগী রাজ্যের দুই বাসিন্দা সহ নদিয়ার পলাশী পাড়ার এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

রাজ্য পুলিশের টাস্ক ফোর্স নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কের উপর কালীগঞ্জ চেকপোস্টে অভিযানের সমস্ত প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল। গোবিন্দপুরের কালীগঞ্জে মাল হাত বদলের সময় পুলিশ একটি ট্রাককে বিপুল পরিমাণ রাসায়নিক-সহ আটক করে। কৃষ্ণনগর জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট মত্তাকিনুর রহমান জানান, ‘‘এসটিএফ এই অভিযান পরিচালনা করেছিল এবং তারা প্রায় ৩০০ কেজি হেরোইন তৈরির রাসায়নিক বাজেয়াপ্ত করেছে।’’ পুলিশের অনুমান অনুযায়ী, এই রাসায়নিকের বাজার মূল্য কয়েক কোটি টাকা। অভিযুক্তদের গ্রেফতারের সাথে সাথে ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারী সূত্রে প্রকাশ, নদিয়ার বড় নলদহের বাসিন্দা কাবিজুল মণ্ডল নামক এক ব্যক্তি উত্তরপ্রদেশের মুরাদাবাদের রাসায়নিক উৎপাদকদের থেকে নিয়মিত মাদক প্রস্তুতির রাসায়নিক ক্রয় করে নদিয়ায় মজুত করতেন। দীর্ঘকাল ধরে তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছিল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা ও এসটিএফ। শেষ পর্যন্ত মঙ্গলবার তারা সফল হয়। এছাড়া, উত্তরপ্রদেশের কাশগঞ্জের বাসিন্দা যোগেশ কুমার এবং নরেন্দ্র কুমারও আটক হয়েছেন।

Related Articles