Big Breaking: সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়াক জীবনকৃষ্ণ সাহা

The Truth Of Bengal: এসএসসি মামলায় গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তৃণমূলের এই বিধায়ক সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ। মুসিরহাট জেলার বড়ঞা বিধানসভার বিধায়ক তিনি। সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। এদিন জামিনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী।
মুর্শিদাবাদে তৃণমূলের এই বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান চালিয়েছিল। দীর্ঘ ৬৫ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয়েছিল। সিবিআইয়ের দাবি ছিল তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য উদ্ধার করেছে তারা। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশির সময় তিনি তাঁর মোবাইল ফেলে দিয়েছিলেন বাড়ি সংলগ্ন পুকুরে। এই নিয়ে তোলপাড় হয়।
জীবন কৃষ্ণ সাহা জামিন পেলেও নিজের বিধানসভা এলাকায় ঢুকতে পারবেন না তিনি। সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে। তারপরের দিনই জামিন পেলেন এই বিধায়ক। আদালতের এই রায়ে স্বস্তি শাসক শিবিরে। তৃণমূলের বক্তব্য কেন্দ্রের শাসক দল বিজেপি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে টা আরও একবার প্রমাণিত হল। শিক্ষক নিয়োগ দুর্ণীতি মামলায় প্রথমে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন এই বিধায়ক। তবে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। জামিন মঞ্জুর হয়।