পুজোর আগেই দিঘার সমুদ্রে নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী
Before the puja, the well-decorated Pramodatari is about to descend into the sea of Digha

The Truth of Bengal: গোয়া ছেড়ে পর্যটকরা যাতে দিঘায় যায় সেই লক্ষ্যে সৈকত-নগরীকে আলাদা রূপদান করছে প্রশাসন। সমুদ্র তীর বরাবর ২৯কিমি মেরিন ড্রাইভ,ভ্রমণপিপাসুদের কাছে বাড়তি আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।এবার সেই দূর-দূরান্তের পর্যটকদের কাছে অনন্য প্রমোদতরী উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।পুজোর আগেই সমুদ্রে নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী। সেই প্রমোদতরীকে সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। ফলে পর্যটকরা সৈকত থেকেই সমু্দ্র রাণীর রূপ সুধা উপভোগ করতে পারবেন।
প্রমোদতরীতে চেপেই চলবে আনন্দের সফর। ভেসেল অর্থাৎ প্রমোদতরীতে পর্যটকদের মনোরঞ্জন ও বিনোদনের সবধরণের রসদ মজুত থাকবে। যাতে সমুদ্র বক্ষে অবাধে পর্যটকরা ঘোরাফেরা করতে পারে তার সব প্রয়াস নেওয়া হচ্ছে।কলকাতায় গঙ্গাবক্ষে প্রমোদতরী নামতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্রবক্ষে প্রমোদতরী এই প্রথম। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর মরশুমে সমুদ্রবক্ষে প্রমোদতরীতে ভ্রমণের স্বাদ পাবেন পর্যটকরা।
২০১৯ সালে রাজ্য ভূতল পরিবহণ নিগমের তরফ থেকে ‘এমভি নিবেদিতা’ নামে ওই ভেসেলটি হলদিয়া উন্নয়ন পর্ষদ কে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল, সেই ভেসেল নদীর মোহনায় ঘুরবে। ভেসেল অর্থাৎ প্রমোদতরীতে পর্যটকদের মনোরঞ্জন ও বিনোদনের ব্যবস্থা থাকবে। তা থেকে আয়ও হবে।কোভিডের কারণে তা থমকে থাকলেও পরে সেই কাজে গতি পায়।এখন সেই উদ্যোগই পর্যটকদের আশা জাগাচ্ছে।অত্যাধুনিক সুবিধাযুক্ত এই জলযানে রেস্তরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। সন্ধ্যার সময় আলোকোজ্জল পরিবেশে নাচগানের ব্যবস্থাও থাকবে।
Free Access