
The Truth of Bengal: স্ত্রীর সঙ্গে বিবাদ, যার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুতুরাপোতায়। পরিবার সূত্রে জানা যায় ২৮ বছরের যুবক পেশায় মোটর মেকানিক, নাম প্রসেনজিৎ মন্ডল. স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে বিবাদ হয় বৃহস্পতিবার সকালে। তারপর ওই ওই মহিলা অভিমান করে বাপের বাড়িতে চলে যায়। স্ত্রী চলে যাওয়ায় খাওয়া-দাওয়া বন্ধ করে ঘরের মধ্যে চলে গিয়েছিলেন যুবক।
তারপর সন্ধ্যায় পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পড়েও কোনও সাড়াশব্দ না মেলায় পরিবারের সদস্যরা হাড়োয়া থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা খুলে যুবক ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর দেহ নিয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
শুধুই কি স্ত্রীর সঙ্গে ঝামেলা বিবাদের কারণে যুবক এই সিদ্ধান্ত নিলেন? নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিবাহের পর বেশ ভালোভাবেই তাঁদের সংসার চলছিল এমনকি তাদের দুটি সন্তানও রয়েছে, কিন্তু বৃহস্পতিবার সকালে বিবাদ বচসা হওয়ায়, স্ত্রী চলে যায় তারপর অভিমানে চরম এই সিদ্ধান্ত নেন প্রসেনজিৎ। যুবকের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি ধুতরাপোতা গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে।
Free Access