রাজ্যের খবর

বসিরহাটে ভয়াবহ দুর্ঘটনা! ইটভাটার চিমনি ভেঙ্গে মৃত ৪

Basirhat

The Truth of Bengal: ভাটার চিমনি ভেঙ্গে মৃত ৪, গুরুতরে জখম ২৫ হাসপাতালে ভর্তি, তার মধ্যে ৫ জনকে কলকাতা স্থানান্তরিত করেছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার দল তিতা গ্রামে ঘটনা। জানা যাচ্ছে বুধবার সন্ধ্যেবেলায় ইটভাটার যে চিমনি থাকে সেখানে ফায়ারিং করার জন্য দক্ষ কারিগরসহ শ্রমিকরা হাজির ছিল চিমনিতে আগুন লাগাতেই হঠাৎ ভেঙে পড়ে।

সেই চিমনি চাপা পড়ে ৩০ থেকে ৩৫ জন গুরুতর জখম হয়। তাঁদেরকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলায় ভর্তি করা হয়। এরমধ্যে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়। বাকি ২ জন চিমনির তলায় চাপা পড়ে মারা যান। এখনও বেশ কয়েকজন তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা। বসিরহাটের স্বাস্থ্য জেলায় ২৫ জনকে ভর্তি করলে তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কজনক হলে কলকাতা আরজিকরের স্থানান্তরিত করা হয়েছে।

বসিরহাট থানার পুলিশ জেসিপি লাগিয়ে আটকে থাকা শ্রমিকদের বের করার চেষ্টা করছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। যদিও কেন এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। পুলিশসূত্রে জানা গিয়েছে, ইটভাটার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Free Access

Related Articles