ব্যান্ডেলে বৃদ্ধার হাত- পা বেঁধে লুটপাট ৪ দুষ্কৃতির, চাঞ্চল্য এলাকায়
Bandel tied the hands and feet of the old woman robbery 4 misdemeanors, Chanchalya area

The Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী : ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল ওলাইচন্ডীতলায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা যায়, নলডাঙার বাসিন্দা রেনু পাল(৬৮) । তার দুই মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচন্ডীতলায়। ছোটো মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। দু মাস ছোটো মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সেসময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক। তাদের মাথায় স্পট লাইট লাগানো। এরপর বৃদ্ধা দুষ্কৃতিদের দেখে চিৎকার করলে তাকে মেরে, হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। আলমারির চাবি নিয়ে আলামারি খোলে। পেনশানের ৩৫ হাজার টাকা তুলে রেখেছিলেন তাও নিয়ে নেয়। ব্যাঙ্কের বই চেক বই, জামা কাপড় ছড়িয়ে ফেলে।
আরও জানা যায়, প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কান্ড চলে। বৃদ্ধা জানান, দুষ্কৃতিদের বয়স আনুমানিক ২২-২৪। তারা প্রত্যেকেই নেশা করেছিল। একজন তো ঘুমিয়েও পড়েছিল। বৃদ্ধার বাড়ির পাশেই থাকেন তার আত্মীয়রা। বৃদ্ধার জা মিতা পাল বলেন, “আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি।” ঘন বসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
এরপর স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে।
কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন, বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়। এর আগে পুরনো কোদালিয়া এ ধরনের একটি ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম। দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইবো।”